বিষয় গিগ মারকেটিং !!
একজনকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম পরে ভাবলাম এটা সবার জন্য ভালো হবে তাই সেটাই পোস্ট করলাম।
প্রশ্নঃ কিভাবে গিগ মারকেটিং করব ?
উত্তরঃ
সরাসরি গিগ মারকেটিং না করে যে বিষয়ে আপনার গিগ ওই বিষয়ে বিভিন্ন প্রব্লেম সলভিং টিপ্স এবং ইনফরমেটিভ পোস্ট দিয়ে মানুষকে হেল্প করবেন।
যেমন লিংকড-ইন,কুওরা,ফেসবুক,টুইটার ইত্যাদি জায়গায়, এর মধ্য থেকে যে কোন দুইটা বা যে কয়টা আপনি ভালো হ্যান্ডেল করতে পারেন সে কয়টাতে প্রোফাইল সাজিয়ে প্রচুর প্রচুর পরিমান পোস্ট করবেন। তাহলে দেখবেন আলটিমেটলি মানুষ আপনাকে প্রশ্ন করতে থাকবে আর আপনার লেখা পড়ে হেল্প নিবে।
ওখান থেকে অনেকেই আপনাকে হায়ার করতে চাইবে। তখন আপনি চাইলে তাদের ফাইভারের লিংক দিবেন আবার ডিরেক্টও অরডার নিতে পারেন।
আর শুধু শুধু গিগ মারকেটিং করার নামে বার বার বার বার পোস্ট করলে না কেউ অরডার করবে আর না এটাকে মারকেটিং বলে।
আর আপনার প্রোফাইল গুলোর বায়োটা খুব সুন্দর করে সাজাবেন, ওসব ফাউন্ডার সিইও টাইপ কিছু না দিয়ে একটু লিংকডিন রিসার্চ করে দেখবেন প্রফেশনালরা কিভাবে তাদের বায়ো দেয়। আর নামের নিচেই এমন একটা কি-সেনটেন্স ইউজ করবেন যে, আপনার নামের ওপরে কারো চোখ পড়লেই বুঝে যাবে যে আপনি কি করেন।
যেমনঃ কেউ লয়ারদের এসইও সারভিস দেয়, তো সে লিখে রেখেছে “I help lawyer to increase more leads” or “I help law firm to grow their business by using google organic traffic”
এবার এই ব্যাক্তি যদি সব লয়ারদের কানেকশন রিকুয়েষ্ট দেয় এবং তাদের টারগেট করে রেগুলার পোস্ট করতে থাকে তাকে কখনো ওই লয়ারদের ইনবক্সে যেতে হবে না। শুধু নিয়মিত এমন সব পোস্ট সে করবে যেটা দেখে তার কানেকশনের লয়াররা ইন্ট্রেস্টেড হবে। মানে কিভাবে একজন লয়ার এসইও এর মাধ্যমে তার বিজনেস গ্রো করবে।
আমি শুধু লয়ারদের কথা বললাম কিন্ত এখান থেকেই আমার কথার প্রিন্সিপাল বুঝে যে কোন ক্যাটেগরিতেই কাজে লাগাতে পারেন।
আর কেউ যখন প্রশ্ন করবে তখন তাকে ইনফরমেটিভ উত্তর দিবেন কমেন্টে ঠিক যেমন আমি আপনাকে এখন দিচ্ছি।
এটা করলে অনেক বায়ার আপনার কমেন্ট দেখবে এবং ইনবক্সে কথা বলতে চাইবে এনং শেষমেষ আপনাকে হায়ার করবে।
অবশ্য এসবই আপনাকে টারগেটেড ক্লাইন্ট যেখানে আছে সেখানে করতে হবে। আপনার ফেসবুকে সব দেশি লোকজন ভাই ব্রাদার সেখানে করলে তো হবে না। তবে যদি আপনার ফ্রেন্ডলিস্টে টারগেটেড বায়ার থাকে তাহলে হবে।
সে জন্য আপনি সেই সব টারগেটেড গ্রুপ থেকে কানেকশন বানাতে পারেন এবং ওই সমস্ত গ্রুপে যারা হেল্প চেয়ে পোস্ট দেয় তাদের হেল্প করতে পারেন।
আর হেল্প করার জন্য কুওরা অত্যন্ত ভালো একটা প্লাটফরম ওখানে প্রশ্নের উত্তরগুলো দেন।
আবার লিংকডইনেও কানেকশন বানান আর পোস্ট করার মাধ্যমে তাদের টারগেট করুন।
কখনো কারোর ইনবক্সে সাধবেন না। হতে পারে যে আপনার পোস্ট দেখে দেখে এক সময় নিজেই আপনার সাথে কন্টাক্ট করত আজ ইনবক্সে স্পামিং করে সে আপনাকে ব্লক করে দিল।
এই জন্য কানেকশন বানাবেন আর সেটার যত্ন নিতে থাকবেন। নিয়মিত পোস্ট করবেন দেখবেন একজন দুইজন করে অনেক ক্লাইন্ট হয়ে গেছে ।
ভালো দুই চার জন ক্লাইন্ট মিলে গেলে আর কিছুই লাগে নাহ। এভাবে আপনার বিজনেসকে আস্তে আস্তে বড় করবেন।
কিন্ত এই টিপস তাদের জন্য যারা একটা বিষইয়ে দক্ষ হতে চাই এবং দীর্ঘদিন কাজ করতে চাই।
আর যারা কিছু দিন পর কম কম্পেটিটর কোথায় খুজে বেড়ায় এবং বার বার এখান থেকে ওখানে জাম্প করতে থাকে তাদের ক্ষেত্রে কাজে লাগবে না।
এটাই মুলত মারকেটিং। এভাবে প্রচুর বড় বড় ক্লাইন্ট খুব সহজে গেইন করতে পারবেন যেটা গিগ স্পামিং করে কোনদিনও পারবেন না। আর ফাইভার যা বলছে তাই করতে হবে এরকমটা না ভেবে নিজে রিসার্চ করে বোঝার চেষ্টা করবেন।
আমরা প্রচুর পরিমান গিগ আমদের সোশ্যাল প্রোফাইলে শেয়ার দিলে আমাদের কিছু হোক বা না হোক এই প্রচুর সোশ্যাল সিগ্নালে ফাইভারকে এক নাম্বার মারকেটপ্লেস হতে হেল্প করে। তাই তারা প্রচুর প্রচুর গিগ মারকেটিং করতে বলে।
অনেকেই শুনেছি গিগ আবার ফেসবুক থেকে বুস্ট করে টাকা খরচ করে, আমার প্রশ্ন আচ্ছা যখন আপনি গিগ টাকা দিয়ে ফেসবুক থেকে বুস্ট করছেন একটা পোস্ট এর মাধ্যমে ,আপনি ওই পোস্টটি ফাইভার এর গিগ এড না করে শুধু পোস্টটি বুস্ট করতে পারতেন না? শুধু পোস্ট বুস্ট করলে ক্লাইন্ট আসত আপনার পেজে এবং আপনাকে জিজ্ঞেস কর বিস্তারিত, কিন্ত গিগ ফেসবুক থেকে বুস্ট করার কারনে আপনার বুস্ট দিয়ে ফাইভারে ঢুকে অন্য কাউকেও সে অরডার করতে পারে বা আপনার বুস্ট দেখে তার ফাইভারের কথা মনে পড়ে গেল কিন্ত পরে সে ডিরেক্ট ফাইভারে গিয়ে অন্য কাউকে অরডার দিল তো কি হলো বলেন।
তাই বুস্ট যদি করতেই হয় আর মারকেটিং যদি করতেই হয় আপনার নিজের নামে বা আপনার কোম্পানির নামে করুন। পরে আপনি চাইলেই তো তাকে ফাইভারে নিতেই পারবেন। এটলিস্ট ক্লাইন্টকে সরাসরি আপনার নিজের কাছে আনুন তারপর যেখানে খুশি নিয়ে যান।
শর্টকাটে এই পরামর্শ একজনকে দিয়েছিলাম কিন্ত সে আমাকে বলল মিয়া মারকেটিং বোঝেন ? গিগ যদি বুস্ট না মারি তো কি মারব বলেন? মাইক্রোসফট এর মত কোম্পানিও মারকেটিং এ লক্ষ্য লক্ষ্য ডলার স্পেন্ড করে।
এরকম একটা অড জবাব শুনে আমি একটু কেটে পড়লাম আরকি, সেই গত বছরের কথা এটা (হা হা) । যাইহোক যদি কারো উপকার হয় দোয়া রাখবেন।
happy freelancing