ফাইভার নিয়ে কিছু প্রশ্ন
ফাইভার নিয়ে কিছু প্রশ্ন ছিল। আমি নতুন। আর নানাবিধ গুঞ্জনে অতিষ্ট।
আশা করি অভিজ্ঞ ব্যক্তিরা উত্তর দিয়ে সাহায্য করবে।
১। এক পিসিতে একটার বেশী একাউন্ট ক্রিয়েট করা যাবে না। এটা কি সত্য?
২। একটা একাউন্টে কত গুলো গিগ তৈরী করা যাবে?
৩। একাউন্ট সেটিংসে সোস্যাল একাউন্ট লিংক করলে পরবর্তীতে কোন প্রবলেম হবে নাকি?
উত্তর:
১। প্রথমত এক্টিভ কোনো মার্কেট প্লেসই সেম আইপি এড্রেস এ একাধিক একাউন্ট একসেপ্ট করে না, এটা অবৈধ
২। একটা নতুননএকাউন্ট এ আপনি সর্বোচ্চ ৭ টি গিগ তৈরি করতে পারবেন
৩।সোস্যাল লিংক্স এড করা টা আপনার ব্যপার, এড রাখলে সেটা কোনো ক্লায়েনকট দেখতে পাবে না, নিজের সেফটির জন্য এড করবেন এরকম কিছু ,
:- Mehedi Hassan Shakib
ধন্যবাদ