ইউনিক বায়ার রিকুয়েস্ট সেন্ড করার জন্য কিছু টিপ্সঃ
ইউনিক বায়ার রিকুয়েস্ট সেন্ড করতে পারলে ১০ টি বায়ার রিকুয়েস্ট সেন্ড করলে একটি অর্ডার আশা করা যায়।
১। ক্লাইন্টের ডিটেইলস সম্পুর্ন পড়ে ভালো করে বুঝতে হবে।
২। আপনাকে কনফর্ম হতে হবে যে আপনি কাজটি করার জন্য ১০০% ফিট।
৩। এবার ক্লাইন্টকে বুঝাতে হবে আপনি তার কাজের জন্য ১০০% ফিট এবং অন্যদের চাইতে ক্লাইন্টের কাজটি অনেক গুরুত্ত দিয়ে করবেন।
৪। ক্লাইন্টকে বুঝাইতে হবে আপনাই তার কাজটি করতে কি কি প্রসেস অবলম্বন করবেন যেমন লোগো ডিজাইন এর কাজ হলে অনেক গুলো ১০০+ রিলেটেট কম্পানির লোগো দেখে, অয়েবসাইট দেখে, অনেক সময় দিয়ে ব্লাব্লা… আরো কিছু এড করতে পারেন।
৫। তবে খেয়াল রাখতে হবে যেন একটা রচনার মতো অনেক বড় বায়ার রিকুয়েস্ট না হয়, তাহলে ক্লাইন্ট কিন্ত পড়তেই চাইবেনা।
একটার রচনা থেকে সামারি আকারে লিখতে হবে।
৬। খুবিই ফ্রেন্ডলি আপনার কথাগুলো উপস্থাপনা করবেন।
৭। একিই রকম লেখা বার বার কপি করে সবার জন্য সেন্ড করা যাবেনা। তবে সার্ভিস প্রায় সেম হলে সেটা একটু ইডিট করে দেওয়া যেতে পারে।
৮। বায়ার রিকুয়েস্টে পার্সোনাল কোন কন্টাক্ট ইনফর্মেশন দেওয়া যাবেনা।
৯। বায়ার রিকুয়েস্টের সাথে এমন পোর্টফোলিও সেট করতে পারেন যেখানে কন্টাক্ট ইনফর্মেশন থাকবেনা।
১০। অবস্যই আপনার পোর্টফোলিও জব রিলেটেট ও স্ট্রং হতে হবে।
১১। যেই সার্ভিস আপনি পারবেন না সেটার জন্য কখনো রিকুয়েস্ট সেন্ড করবেন না। হতে পারে এটা আমার বন্ধু পারে তার কাছে থেকে করে নিবো, এতে করে অনেক সমস্যাই পড়তে হবে।
খারাপ রিভিও আসে অনেক।
১২। বায়ার রিকুয়েস্টে ক্লাইন্টকে বলবেন না ১-২ ঘন্টায় কাজ করে দিবো, যেমন কোন কঠিন কাজ যেটা করতে অনেক সময়ের দরকার কিন্তু কাজটি ধরার জন্য আপনি অল্প সময় বললেন। তবে সিম্পল কাজ হলে বলা যাবে।
১৩। বায়ার রিকুয়েস্টে যদি ক্লাইন্ট ৩ টা সার্ভিস চাই আপনি যদি ২ টা পারেন তবে বায়ার রিকুয়েস্ট সেন্ড না করাই ভালো।
১৪। আরেকটি বিষয় যদি ক্লাইন্টের ডিটেইল বেশি হয় আপনাও বায়ার রিকুয়েস্ট একটু বড় করে লিখতে পারেন।
আরো বিস্তারিত ও ইউনিক বায়ার রিকুয়েস্ট লেখা ও পাঠানোর ভিডিও লিঙ্ক এখানে আছে নতুনেরা দেখে নিতে পারেন ।
টিপস গুলো ভালো বা খারাপ লাগলে কমেন্টে জানাবেন।
যদি কোনো ভুল ইনফর্মেশন দিয়ে থাকি তবে সমাধান করিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকলো।