বিষয়ঃ Payoneer কার্ড পাওয়া নিয়ে কথা।
গ্রুপে অনেকের কমেন্ট এ দেখলাম Payoneer কার্ড পাওয়ার পদ্ধতি নিয়ে জিজ্ঞাসা করছেন একে অপরকে। আমি যেহেতু একটি কার্ড আনিয়েছি আমার পদ্ধতি টা শুধু আমি বললাম।
১ঃকোনো রকম টাকা পয়সা লাগে নি।
২ঃ আমার জানামতে Payoneer দুইটা পদ্ধতি তে কার্ড প্রধান করে। একটা হলো ১০০$ হলে অর্ডার করা। আর একটা হলো কোনো মার্কেটপ্লেস থেকে অর্ডার করা।
৩ঃ সেক্ষেত্রে আমি Youtube এ একটা ভিডিও দেখেছিলাম People Per Hour Website এ একাউন্ট খুলে তারপর। সেখান থেকে Payoneer Account খুলে কার্ড Apply করা যায়।
আমি সেই নিয়মেই করেছিলাম।
বিঃ দ্রঃ লিংক টা আমি দিতে পারলামনা সরি সে জন্যে। আমার এখন মনেও নেই যে কোন ভিডিও দেখে করেছিলাম।
৪ঃ ১ থেকে ৩ সপ্তাহ সময়ের মধ্যে আপনার পোস্ট অফিসে কার্ড চলে আসে।
এখানে আমি আমার নিজস্ব মতবাদ শেয়ার করেছি। ভুল থাকলে ক্ষমার দৃস্টি তে দেখবেন। কমেন্ট এ লিখে দিবেন।
Witter Is: R Rj Hafej