ওয়েবসাইট vs ল্যান্ডিং পেজ
কার মূল্য বেশী? কোনটা বেশী ইফেক্টিভ?
ল্যান্ডিং পেজ এর কোন বিকল্প নাই।
কারণ…
১। খুব দ্রুত সফল হওয়া যায়।
২। কাস্টমার কে খুব দ্রুত কনভিন্স করা যায়।
৩। কনভারসন রেট অনেক হায়।
৪। খুব সহজে বানানো যায়।
৫। একটা ওয়েবসাইটে অনেক কনটেন্ট দরকার হয়, ল্যান্ডিং পেজ তা লাগেনা।
৬। প্রোডাক্ট বা অফার এর দিকে বেশী ফোকাস দেয়া যায়, তাই কাস্টমার কনফিউজড হয়ে যায়না।
৭। রেডি করতে কোন ডেভেলোপার দরকার হয়না।
৮। ফেসবুক ও গুগল সহ সব খানে দ্রুত এড এপ্রুব করে।
৯। একটাতে প্রব্লেম হলে অন্যটা খুব তারাতারি রেডি করে ফেলা যায়।
১০। A/B টেস্টিং খুব সহজে করা যায়।
তাহলে কি বুজলেন? কোনটার ভেলু বেশী? ল্যান্ডিং পেজ নাকি ওয়েবসাইট?
অবশ্যই ল্যান্ডিং পেজ। আরও জানতে গুগল এ সার্চ দিয়ে পড়তে পারেন।
তাই আমি যদি
আপনাদের জন্য খুব ভালো মানে ল্যান্ডিং পেজ বিল্ডার (খুব সস্তায়) যেটা দিয়ে খুব সহজে ড্রেগ ও ড্রপ করে ২-৩ মিনিট এর মধ্যে একটা সুন্দর ল্যান্ডিং পেজ ডিজাইন করা যায়, এমন একটা সফটওয়্যার বানালে কেমন হবে?
কারন আপনি জানেন, ডিজিটাল মার্কেটিং এর একটা বড় বিষয় হল ভালো মানের ল্যান্ডিং পেজ যেটা দিয়ে আপনি খুব তারাতারি অনেক বেশী অফার টেস্ট করতে পারবেন।
Witter By Md Farhad Hossen