ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্টে কোন রং কেনো ব্যবহার করবেন ? এখানে ১০ টি রংয়ের অর্থ কি ? তা বলার চেষ্টা করলাম
১। প্রথমে ‘লাল’ রং নিয়ে বলবো । লোগো’তে লাল রং দৃঢ় শক্তিশালী একটি রং হিসেবে বিবেচিত । উদ্যমী এবং শক্তিশালী অবস্থান বুঝাতে এ রং ব্যবহার হয়।
২। ‘নীল’ রং সুস্থির, যত্নবান এবং বিশ্বস্ততার প্রতীক । লোগোতে যা দিয়ে শান্ত – নিরিবিলি একটা অবয়বকে তুলে ধরার প্রয়াস থাকে।
৩।‘হলুদ’ রং বন্ধুত্ব , আত্নবিশ্বাস এবং প্রতিশ্রুতিশীল একটা অবস্থা লোগোতে তুলে ধরে মানুষের কাছে জানান দেয় ।
৪।‘সবুজ’ রং তারুণ্য, সজীবতা এবং যত্নশীল চিরায়ত একটা সতেজ পরিবেশকে তুলে ধরতে ভূমিকা রাখে ।
৫। ‘কমলা’ রং ব্র্যান্ড তে ব্যাপক প্রচলিত । উদ্দীপনার এক নাম এ রং ।
৬। ‘পিংক’ রংটি রোমান্টিকতার অর্থ বুঝাতে লোগোতে থাকে।
৭। ‘বাদামী’ রং নির্ভরতার প্রতীক হিসেবে সবচেয়ে বেশি সমাদৃত ।
৮। ‘পারপেল’ রং অভিজাত এবং ক্রিয়েটিভ এর প্রতীক ।
৯। ‘কালো’ রং ক্ষমতাশীল এবং রুচিবোধ তুলে ধরে । এটি আভিজাত্যের প্রতীকও ।
১০। পবিত্র, শুদ্ধতা , নির্মল এবং স্বাধীন প্রতীক হিসেবে ‘সাদা’ রং কে বলা হয়।
Witter: Nazmul Hasan Majumder